বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরার করিমুন নেছা ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

মাগুরার করিমুন নেছা ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত

সমাজে নারীর উন্নয়ন, পরিবার পরিচালনা, সন্তান শিক্ষায় অবদান এবং সমাজ পরিবর্তনে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন মাগুরার শালিখা উপজেলার মোছা. করিমুন নেছা বেগম। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৫ দিনব্যাপী কর্মসূচি) ও বেগম রোকয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ পুরস্কার দেওয়া হয়। 


বিজ্ঞাপন


মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজনের সহযোগিতায় ছিল মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। 
  
সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল সন্তান গড়ে তুলতে করিমুন নেছা দীর্ঘদিন ধরে মা ও নারী হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। পরিবারের পাশাপাশি সমাজের অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তিনি নারী অধিকার, নিরাপত্তা এবং শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ধারাবাহিক পরিশ্রম, সংগ্রাম এবং দায়িত্বশীল মাতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে অবদান রাখছে।

award_karimun_nesa_ii
মোছা. করিমুন নেছা বেগম

অনুষ্ঠানে অতিথিরা বলেন, করিমুন নেছা বেগম শুধু একজন সফল মা নন, তিনি সমাজের প্রতিটি নারীর অনুপ্রেরণা। তার মত নারীরা সামাজিক কাজে এগিয়ে এলে সমাজ ও দেশ আরও উন্নত হবে। 


বিজ্ঞাপন


‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্তিতে করিমুন নেছা বেগম বলেন, ‘এই সম্মাননা শুধু আমার নয়, দেশের প্রতিটি সংগ্রামী নারীর। নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নারীকে সম্মান দিতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষায় নারীর অগ্রগতি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়নকে আরও জোরদার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর