২০২১ সালে সংঘর্ষ, সহিংসতা ছাড়াও নানা সংকটের কারণে বিশ্বের তিন কোটি ৬০ লাখ শিশু বাস্তচ্যুত হয়েছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের ঘটনা।
সম্প্রতি জাতিসংঘের জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইউনিসেফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘর্ষ, সহিংসতা ছাড়াও নানা কারণে গত বছর (২০২১) সর্বোচ্চ শিশু বাস্তচ্যুত হয়েছে। সবমিলিয়ে গত বছরেই শুধু ২২ লাখ বাস্তচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাস্তুচ্যুত তিন কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় এক কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। এছাড়া দুই কোটি ২৮ লাখ শিশু সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তবে জলবায়ু এবং পরিবেশগত কারণে বাস্তচ্যুত হওয়া শিশু ছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি বলছে, বাস্তুচ্যুত হওয়া শিশুরা পাচার, শোষণ, সহিংসতা এবং অপব্যবহারের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য শিশুদের বাস্তুচ্যুত হওয়া রোধ করতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
তথ্যসূত্র: এনডিটিভি।
বিজ্ঞাপন
আইএইচ

