শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘শিশুদের উপযোগী করে রাষ্ট্র গড়তে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

‘শিশুদের উপযোগী করে রাষ্ট্র গড়তে হবে’

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা আলোচনা করেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে অনেক শিশুও প্রাণ হারিয়েছে, কিন্তু তাদের অবদান সবসময় মনে রাখা হয় না। তাই শিশুদের মতামত ও তাদের গুরুত্ব নিয়ে সচেতন হতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রকে শিশুদের জন্য উপযোগী করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান। তিনি বলেন, "আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের কাজের ওপর। এই সেমিনার শিশুদের কথা শুনতে এবং তাদের সমস্যাগুলোর সমাধান খোঁজার সুযোগ দেয়।"


বিজ্ঞাপন


মূল প্রবন্ধে শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে শিশুদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের উচিত শিশুদের উপযোগী সমাজ গড়া।"

শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করে। তারা বলেন, বাল্যবিয়ে, নিরাপত্তা সমস্যা, শিক্ষার মান উন্নয়ন ও খাদ্যে ভেজাল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, "অনেক শিশু পরিবারে চাপের কারণে বাল্যবিয়েতে বাধ্য হচ্ছে।" অন্যদিকে, হুমায়রা সুবাহ বলেন, "ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে হবে যাতে আমাদের খেলার সময় নষ্ট না হয়।"

তাওয়াক্কুল রহমান বলেছেন, "শিশুদের জন্য উপযোগী কন্টেন্ট তৈরি করা উচিত।" ফাতেমা আক্তার বলেন, "ফুটপাতে থাকা শিশুদের জন্য কিছু করতে হবে।"


বিজ্ঞাপন


অভিভাবক মোর্শেদা নাহার বলেন, "আমরা ধুমপান ও মাদকমুক্ত বাংলাদেশ চাই।" অন্য অভিভাবক প্রত্যূষা বর্মন বলেন, "শিশু একাডেমিতে অভিভাবকদের জন্য বসার জায়গা ও খেলার জায়গার ব্যবস্থা করা দরকার।"

সভাপতি নাজমুল হক বলেন, "শিশুদের কথা বলার এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিশুদের গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।"

সবশেষে বক্তারা আশা প্রকাশ করেন, শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, সুরক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর