বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

অব্যাহত দমন-পীড়নের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

অব্যাহত দমন-পীড়নের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত দমন-পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে এ ধরনের কার্যক্রম দেশের স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণের অন্তরায় বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘ডিবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন ছয় সমন্বয়ক’

এতে বলা হয়, আমরা নারী সমাজের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি সমাধানের বার বার আহ্বান জানিয়েছি। এরপরেও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গতকালও শিক্ষার্থীদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ লোক প্রশাসন বিভাগের দুইজন শিক্ষিকা আক্রান্ত হয়েছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করার পরে ১২দিন যাবত সে কারাগারে রয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে এই দমন-পীড়ন কার্যক্রম দেশের স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণের অন্তরায়। মহিলা পরিষদ সরকারকে দেশের সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় দমন-পীড়ন বন্ধ করে আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানাচ্ছে।

এমএইচ/এমএইচএম


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর