রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।


বিজ্ঞাপন


দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে সরকারি সংস্থাটির দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর