শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতে কাহিল শ্রীমঙ্গল, ৮ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

শীতে কাহিল শ্রীমঙ্গল, ৮ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা
শীতে কাহিল শ্রীমঙ্গল, ৮ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: সংগৃহীত

সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বুধবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ- রংপুর বিভাগের সব জেলা ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে-গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্যপ্রবাহ চলছে। 


বিজ্ঞাপন


সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে চায়ের রাজধানীখ্যাত এ জেলা। দিনভর সূর্যের দেখা নেই, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হিমেল হাওয়ার দাপটে কাঁপছে পাহাড়-হাওর আর চা-বাগানের জনপদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


একনজরে সর্বনিম্ন তাপমাত্রা

আজ দেশের যেসব স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, তার মধ্যে রয়েছে- সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙায় ৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ায় ৮.৭ সেলসিয়াস, গোপালগঞ্জে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। 

বিভাগভিত্তিক চিত্র

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ এবং সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১২° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩.৫° সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৭.৬° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩° সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ৬.৯° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২.৫° সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১১.৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫.২° সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ৯° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩.০৩° সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৭.৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০° সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১০° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩.৯° সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুয়াশা ও শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে নদী অববাহিকা ও সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর