বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতে কাবু দেশ, ১০ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

winter
শীতে কাবু দেশ, ১০ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: সংগৃহীত

সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বুধবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।


বিজ্ঞাপন


মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

আজ সকালে নওগাঁর বদলগাছী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সারাদিন সূর্যের দেখা না মেলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা।


বিজ্ঞাপন


ভোর থেকেই রাজধানী ঢাকাকে ঢেকে রেখেছিল ঘন কুয়াশা। বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশার ঘনত্ব ছিল বেশি। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও শীতের অনুভূতি রয়ে গেছে।

একনজরে সর্বনিম্ন তাপমাত্রা

আজ দেশের যেসব স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, তার মধ্যে রয়েছে— রাজশাহী বিভাগের নওগাঁরে বদলগাছীতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, পাবনায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর (ডিমলায়) ৮ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং কুষ্টিয়ার (কুমারখালী) ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগভিত্তিক চিত্র

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ এবং সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১২.৬° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২.৭° সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৭° সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮.৭° সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ৭.৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭.৬° সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২.৫° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪° সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১২.৮° সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০.০২° সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১১.৯° সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৯° সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১২.৯° সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮.৫° সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুয়াশা ও শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে নদী অববাহিকা ও সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর