শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

রিকশা

রিকশা বা রিক্সা একটি মানবচালিত ত্রিচক্রযান, যা এশিয়ার, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী বাহন। দেশভেদে এর গঠন ও আকার ভিন্ন। জাপানি রিকশা ছিল দুই চাকার, আর একজন ঠেলাগাড়ির মতো টেনে নিয়ে যেতেন। এটিকে ‘হাতেটানা রিকশা’ও বলা হয়। ইদানিং বাংলাদেশে বৈদ্যুতিক মোটর সংযোজিত রিকশা দেখা যায়।

শেয়ার করুন: