নার্সিং হল স্বাস্থ্যসেবা সেক্টরের মধ্যে একটি পেশা যা ব্যক্তি, পরিবার এবং সম্প্রদায়ের যত্নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে যাতে তারা সর্বোত্তম স্বাস্থ্য এবং জীবনের মান অর্জন করতে, বজায় রাখতে বা পুনরুদ্ধার করতে পারে। নার্সরা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের থেকে রোগীর যত্ন, প্রশিক্ষণ এবং অনুশীলনের সুযোগের মাধ্যমে আলাদা হতে পারে। নার্সরা প্রেসক্রিপশন কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের সঙ্গে অনেক বিশেষত্বে অনুশীলন করে।
আন্তর্জাতিক ধাত্রী পরিষদ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করে আসছে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ড তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারে কাছে ধাত্রী দিবস ঘোষণা করার প্রস্তাব করেন। তবে তিনি তা অনুমোদন করেননি।
পরবর্তীতে ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, ১২ মে দিনটিকে নার্স দিবস হিসেবে উদযাপনের জন্য নির্বাচন করা হয়। কারণ, এই দিনে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন- নার্সিং একটি পেশা নয়, সেবা।
শেয়ার করুন: