বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

অফসাইড

ফুটবল খেলায় অন্যতম একটি আইন অফসাইড। সাম্প্রতিকতম সতীর্থের বলটি সর্বশেষে স্পর্শের মুহূর্তে দিয়ে অফসাইড বিচার করা হয়। অফসাইডে অবস্থান বিশেষ কোনো অপরাধ নয়, কিন্তু সতীর্থের পায়ে যখন বল থাকে, তখন একজন খেলোয়াড়ের এমন অবস্থানে থাকাকে অফসাইড অপরাধ দিয়ে দোষী করা যেতে পারে, যদি সে ‘সক্রিয় খেলায় জড়িত’ হয়ে যায়, ‘প্রতিপক্ষকে বাধাদান করে’, বা ওই অবস্থানে থেকে ‘সুবিধা অর্জন করে’।

শেয়ার করুন: