এনজো ফার্নান্দেজের জন্ম ২০০১ সালের ১৭ জানুয়ারি। ২০১৯ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক হয়েছিল তার। প্রায় এক বছর আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন এনজো। সম্প্রতি তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন। মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। এনজো ফার্নান্দেজ সম্পর্কিত সর্বশেষ খবর, সংবাদ, ছবি ও ভিডিও পেতে সঙ্গেই থাকুন।
শেয়ার করুন: