ওয়াশিং মেশিনে কাপড় ধোওয়া অনেকটাই সহজ। তাই অনেকেই বাসা-বাড়িতে এই যন্ত্র কিনে আনেন। কিন্তু এই যন্ত্রের দাম অনেকটাই বেশি। তাই সাধ থাকলেও সাধ্য নেই অনেকেরই। এছাড়াও এই মেশিনে কাপড় ধুতে লাগে প্রচুর পরিমানে পানি এবং ডিটারজেন্ট। ওয়াশিং মেশিনের এতসব খরচ ও ঝক্কি এড়াতে বাজারে এলো নতুন ধরনের ওয়াশিং মেশিন। এই মেশিন মাত্র ৮০ সেকেন্ডে জামা-কাপড় ধুয়ে পরিষ্কার করে দেবে।
অত্যাধুনিক এই ওয়াশিং মেশিন বাজারে এনেছে ভারতের চন্ডিগড়ের একটি স্টার্ট আপ কোম্পানি। মেশিনটির নাম দেওয়া হয়েছে ৮০ ওয়াশ। এই যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের দাবি মাত্র ৮০ সেকেন্ডে জামা-কাপড় ধুয়ে দেবে এই মেশিন। লিটার লিটার পানি খরচ ছাড়াই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যাবে জামা কাপড়।
বিজ্ঞাপন
সহজ কথায় এক ঢিলে দুই পাখি। এই মেশিনে পানি ব্যবহার হয় অটোমেটিক। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, কাপড় পরিষ্কার করতে সময় লাগবে মাত্র ৮০ সেকেন্ড। যদিও কাপড়ের ফ্যাবরিকের উপর নির্ভর করবে এই সময়।
ওয়াশিং মেশিনটি আইএসপি স্টিম প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা কম কম ফ্রিকোয়েন্সিভিত্তিক মাইক্রোওয়েভের সাহায্যে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ঠিক একইভাবে, কাপড়ের দাগ, ধুলাবালি এবং রঙও মুছে দেয়। এর জন্য ঘরোয়া তাপমাত্রায় একটি ড্রাই স্টিম জেনারেটর ব্যবহার করা হয়।
নির্মাতারা দাবি করছেন, ৮০ সেকেন্ডের মধ্যে আধা কাপ পানি দিয়ে প্রায় ৫টি কাপড় ধুতে পারবেন। কোম্পানির দাবি অনুযায়ী, এর জন্য কোনো ডিটারজেন্টের প্রয়োজন হবে না। ময়লার পরিমাণ বেশি হলে সময় বেশি লাগবে।
এই ওয়াশিং মেশিন দু ধরনের পাওয়া যায়। প্রথম মডেলের ক্ষমতা ৭-৮ কেজি এবং দ্বিতীয় মডেলের ক্ষমতা ৭০ থেকে ৮০ কেজি ওজন। যা প্রায় ৫০টি কাপড় পরিষ্কার করতে পারে। এই ক্ষেত্রে ৫ থেকে ৬ কাপ পানি খরচ হবে।
বিজ্ঞাপন
পাইলট প্রজেক্ট হিসাবে মেশিনটি লঞ্চ করেছে চন্ডিগড়ের এই কোম্পানি। পে পার ইউজ মডেলে মেশিনটি ব্যবহার করা যাবে। স্টুডেন্টদের জন্য ২০০ রুপির সাবস্ক্রিপশন রাখা হয়েছে। যেখানে তারা যতখুশি কাপড় পরিষ্কার করতে পারবে।
এজেড

