শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ল্যাপটপ চার্জে রেখে কাজ করা কি ঠিক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ল্যাপটপ চার্জে রেখে কাজ করা কি ঠিক?

ল্যাপটপ ব্যবহারকারীদের বেশিরভাগই চার্জে রেখে কাজ করেন। ব্যাটারির চার্জ ফুল হলে চার্জার খোলেন না। যতক্ষণ ল্যাপটপ চলতে থাকে চার্জারও অন থাকে। দিনের পর দিন আপনি কি ভুলভাবে ল্যাপটপ চালাচ্ছেন? জানুন ল্যাপটপ চার্জ দেওয়ার সঠিক নিয়ম। 

ল্যাপটপের ব্যাটারি একটু পুরনো হলেই ব্যাকআপ কম দিতে থাকে। তাই আপনার উচিত প্রথম থেকেই ল্যাপটপের যত্ন নেওয়া। কারণ আপনার ছোট ছোট কিছু ভুলে ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা অনেক কমে যায়। ব্যাটারি কয়েক ঘন্টার মধ্যে ডিসচার্জ হয়ে যায়। তখন কয়েক ঘণ্টা পরপর চার্জ দিতে হয়। অর্থাৎ আপনি চাইলেও ল্যাপটপটিকে কোথাও নিয়ে যেতে পারবেন না। সঙ্গে চার্জার নিয়ে যেতে হবে। কিন্তু সব সময় সব জায়গায় চার্জ দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। সেক্ষেত্রে দরকারে যদি ল্যাপটপটিতে কাজই না করা যায়, তাহলে তার থেকে বিরক্তির আর কীই বা হতে পারে। 


বিজ্ঞাপন


laptopগরমে ল্যাপটপ রাখবেন না

আপনি যদি খুব গরম কোনও জায়গায় আপনার ল্যাপটপ রাখেন, তাহলে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ গরমে ল্যাপটপের ব্যাটারির উপর চাপ পড়ে। ফলে চার্জ হতেও যেমন দেরি হয়, তেমন চার্জ বেশিক্ষণ থাকতে চায় না। দীর্ঘদিন ধরে গরম জায়গায় রাখলে কয়েক মাসের মধ্যেই ব্যাটারি নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখুন।

স্টোরেজ খালি রাখুন

যদি আপনার ল্যাপটপের স্টোরেজ ভর্তি থাকে, তাহলে প্রসেসর ঠিকভাবে কাজ করতে পারে না। এতে ব্য়াটারির উপর চাপ পড়ে। এতে সহজেই ল্যাপটপ গরম হয়ে যায়। ফলে একটুতেই চার্জ শেষ হয়ে যায়। ব্যাটারিও ধীরে ধীরে খারাপ হতে থাকে।


বিজ্ঞাপন


laptopঅন্য় চার্জার ব্যবহার করবেন না

আপনি যদি লোকাল চার্জার ব্যবহার করে থাকেন, তাহলে ধরে নিন আপনার ল্যাপটপের ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। লোকাল চার্জার ল্যাপটপের ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না, যার কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে যায়। তাই চেষ্টা করবেন ল্যাপটপের চার্জার ছাড়া আর অন্য কোনও চার্জার দিয়ে চার্জ না করতে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর