শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই যন্ত্র লাগালে পুরো বাড়ি হবে ‘এয়ার কন্ডিশন্ড’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

এই যন্ত্র লাগালে পুরো বাড়ি হবে ‘এয়ার কন্ডিশন্ড’

বেড়েছে গরম। ঠান্ডা হাওয়া পেতে অনেকেই বাসা-বাড়ির নির্দিষ্ট একটা রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি লাগান। যে রুমে এসি থাকে সেই রুম ঠান্ডা থাকে। কিন্তু বাড়ির বাকি রুমগুলো কিন্তু গরমই। তাহলে কি সব রুমে আলাদা-আলাদা করে এসি লাগাবেন। যাদের স্বামর্থ্য আছে তারা কাজটি করেনও। কিন্তু যাদের রুমে রুমে এসি লাগানো সম্ভব না, তারা কী করবেন?

উপায় আছে। একটা সেন্ট্রালাইজড এসিই আপনাকে স্বস্তি দিতে পারে। একটা সিঙ্গেল এসি কেবল আপনার একটা ঘরই ঠান্ডা করে রাখতে পারে। কিন্তু একটা যদি সেন্ট্রাল এসি বাড়িতে ইনস্টল করে নেন, তাহলে তো গরমও আপনার বাড়িতে ঢুকতে ভয় পাবে। তার থেকেও বড় কথা, আপনার বিভিন্ন ঘরে একটা-একটা করে এসি বসানোর চেয়ে অনেকটা কম খরচ হবে।


বিজ্ঞাপন


home acসেন্ট্রাল এসি কীভাবে কাজ করে, কত টাকা পর্যন্ত খরচ হতে পারে, সেগুলোর ক্যাপাসিটিই বা কীরকম, সেই সব তথ্যও আপনার জেনে রাখা উচিত।

কীভাবে কাজ করে সেন্ট্রাল এসি

একটা গাছ যেমন ভাবে আপনাকে ঠান্ডা বাতাস দিতে পারে, সেন্ট্রাল এসি কিছুটা সেরকমই। বাড়ির ছাদে বা বেসমেন্টে ইনস্টল করা হয় এই ধরনের এয়ার কন্ডিশনার। সেখানে থেকে প্রয়োজন অনুযায়ী বাড়ির বিভিন্ন অংশে শীতল ভেন্ট সরবরাহ করা হয়। সেন্ট্রাল হওয়ার ফলে পুরো বাড়ির তাপমাত্রা একই রাখতে পারে এই ধরনের এসি। এরকম এসি বাড়িতে বসালে আপনার বিভিন্ন ঘরের তাপমাত্রা বিভিন্ন রকম হবে না।

acসেন্ট্রাল এসির দাম


বিজ্ঞাপন


সাধারণ এয়ার কন্ডিশনারের তুলনায় সেন্ট্রাল এসির দাম কিছুটা বেশি হয়। এখন ধরুন আপনার বাড়িতে তিনটা বেড রুম আছে। তিনটি ঘরেই যদি আপনি ১.৫  টনের এসি বসাতে যান, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ১ লাখ টাকার কিছুটা বেশি। কিন্তু গোটা বাড়ি সেন্ট্রাল এয়ার কন্ডিশনড করে রাখেন, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে। এর বেশি দামেরও পেতে পারেন। সাধারণ উইন্ডো বা স্প্লিট এসির মতোই সেন্ট্রাল এসির দাম নির্ভর করে তার টন ক্ষমতার উপরে।

সেন্ট্রাল এসির টন ক্ষমতা বা ক্যাপাসিটি

সেন্ট্রাল এসি কমপক্ষে ৫ টনের হয়। আপনার বাড়ির প্রয়োজনীয়তা অনুসারে তা ১০ বা ১৫ টন ক্ষমতারও কিনতে পারেন। তবে, টন ক্ষমতা যত বাড়াবেন, ততই তা ঠান্ডা বেশি করবে এবং দামও বেশি দিতে হবে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের সেন্ট্রাল এসি বিক্রি করে। তবে আপনি বাড়িতে সেন্ট্রাল এসি বসাতে গেলে একজন ইলেকট্রিশিয়ানের মতামত নিয়ে নিলে ভালো হবে। তিনি আপনাকে একটা অনুমান করে জানাতে পারবেন যে, আপনার বাড়ির জন্য কতটা পাইপ এবং তারের প্রয়োজন হবে। সেই অনুযায়ী আপনি খরচের অঙ্কটাও অনুমান করে নিতে পারবেন। সেই সঙ্গে খরচটাও জানতে পারবেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর