শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এলইডি টিভি কেনার সুবিধা-অসুবিধা জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

এলইডি টিভি কেনার সুবিধা-অসুবিধা জানুন

পেট মোটা টিভির বদলে এখন কাগজের মতো পাতলা টিভি ড্রইং রুমে জায়গা করে নিয়েছে। সঙ্গে যোগ হয়েছে ‘স্মার্ট’ তকমা। এখনকার টিভি ফোনের মতোই। এসব টিভির ডিসপ্লেরও রয়েছে রকমফের। 

এলইডি টিভিও এখনো যেন পুরনো! ওএলইডি, কিউএলইডি, পিএলইডিসহ নানা ধরনের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে টিভিতে। 


বিজ্ঞাপন


যেকোনো জিনিস কেনার আগে ভালো করে সেটি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন, যাতে কেনার পরে কোনও রকম আফসোস করতে না হয়। অনেকেরই
ও ওলিড টিভি কেনার ইচ্ছা থাকে। কিন্তু তার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে জানা আছে কি?

tv ওএলইডি টিভির সুবিধা

ওএলইডি ডিসপ্লে মানেই, তাতে ঝকঝকে ছবি। এতে মেলে এইচডি কোয়ালিটির ভিডিও। এতে কনট্রাস্ট রেশিও থাকে।
এই টিভিগুলোতে এলইডি টিভির চেয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি দেখা যায়।
ওলইডি প্যানেলে ব্যাকলাইট নেই। এমনকি এলইডি ডিসপ্লের চেয়ে বেশি পাওয়ার কনজামশন করে।

আপনি যদি গেম খেলতে পছন্দ করেন, তবে এই টিভিগুলো আপনার জন্য সেরা। কারণ এই টিভিতে গেম খেলার দারুন অভিজ্ঞতা পাওয়া যায়।


বিজ্ঞাপন


ওএলইডি টিভিগুলো পাতলা এবং বেশি জায়গা নেয় না। এতে আলাদা ব্যাক লাইটের প্রয়োজন হয় না। এই টিভিগুলোর দাম বর্তমানে খুব একটা বেশি নয়, আগের তুলনায় এখন অনেক কম দামে পাওয়া যায়।

tvওলইডি টিভির অসুবিধা

ওএলইডি টিভির পিকচার কোয়ালিটি যতটা ভালো, এর ব্রাইটনেস লেভেল ততটাই কম।

স্ক্রিন বার্ন-ইন বা ইমেজ ধরে রাখার ক্ষমতা কম। অর্থাৎ আপনার মাঝে মাঝে আবছা মনে হতে পারে।

লাইট কম হওয়ায় ছবি যথই ভাল হোক না কেন, আপনি অন্ধকার ঘরে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না। কারণ এক কালার অনেক হাই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর