গরমে পানির তৃষ্ণা বাড়ে। ঠান্ডা পানি করলে প্রশান্তি মেলে। বাসা-বাড়িতে থাকলে ফ্রিজের পানি পানের সুযোগ মেলে। কিন্তু ঘরের বাইরে বের হলে সেই সুযোগ কম। কিন্তু আপনার কাছে যদি মিনি ফ্রিজ থাকে তবে যেকোনো জায়গায় বসেই আপনি ঠান্ডা পানি, কোক কিংবা জুস পান করতে পারবেন। বাজারে পাওয়া যাচ্ছে এমনই একটি মিনি ফ্রিজ।
ফ্লাউইশ নামের একটি প্রতিষ্ঠান এই মিনি ফ্রিজ এনেছে। যা মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংক দিয়েও চলাতে পারবেন। পকেটে নিয়েও ঘুরতে পারবেন।
বিজ্ঞাপন
ছোট আকারের এই ফ্রিজে কোমল পানীয়ের বোতল রেখে ঠান্ডা করে পান করতে পারবেন। পানীয় ঠান্ডা করার পাশাপাশি গরমও করতে সক্ষম এই মিনি ফ্রিজ।
এই দারুণ ফ্রিজটি তাপমাত্রা প্রায় ৮ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা এবং ৪০ থেকে ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতে পারে। ফ্রিজের তাপমাত্রা ৫ মিনিটে ৮.৫ ডিগ্রি কমানো যেতে পারে।
এবিএস প্লাস্টিকের তৈরি এই ফ্রিজ লম্বায় প্রায় ৮ ইঞ্চি।
চীনে তৈরি এই ফ্রিজটি মোবাইল ফোন কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যাবে। দাম ৫ হাজার টাকা।
বিজ্ঞাপন
এজেড