বাজেটের মধ্যে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি মডেল। ফোনটি মোট তিনটি রঙে পাওয়া যাচ্ছে। সম্প্রতি বাজারে আসা এই ফোনটিতে ফ্লাগশিপের বেশ কিছু ফিচার রয়েছে। তবে দামে সাশ্রয়ী।
রেডমি নোট প্রো ম্যাক্সের থেকে বেশ কিছুটা পার্থক্য রয়েছে রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনে। একদম ফ্ল্যাট ফ্রেমের উপর ফোনটি তৈরি করা হয়েছে। প্ল্যাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটি ওজনে বেশ কিছুটা কম।
বিজ্ঞাপন
ফোনটির ডিসপ্লে প্রটেক্ট করার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন। অডিও কোয়ালিটির ক্ষেত্রে অন্য অভিজ্ঞতা দেওয়ার জন্য ফোনে দেওয়া হয়ছে স্টেরিও স্পিকার সেটআপ। একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট পোর্টও রয়েছে ফোনটিতে।
ডুয়েল ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি স্লটও রয়েছে ফোনে। এই সেগমেন্টের ফোনে অতিরিক্ত মাইক্রো এসডি স্লট দেওয়ার ফলে ব্যবহারকারীদের খুবই সুবিধা হয়েছে। ওভারঅল ডিজাইনের দিকে বেশ আধুনিকতার ছোঁয়া রয়েছে ফোনটিতে।
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুর এইচডি প্রাস অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ৩৬০ হার্জ টাচ স্যাম্পেলিং রেট। ১২০০ নিটস অব পিক ডিসপ্লে ফোনটির। এর ফলে যে কোনও ছবি বা ভিডিও দেখার সময় যথেষ্ট উজ্জ্বলতা রয়েছে।
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টাকোর প্রসেসর। ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। এর ফলে স্ক্রল করার সময় এবং গেমিংয়ের সময় কোনও ল্যাগিং চোখে পড়ে না।
হাই রিফ্রেশ রেট ছাড়াও অন্য ফোনের তুলনায় এই ফোনটি গরম কম হবে। দীর্ঘক্ষণ গেম খেললে অথবা ভিডিও দেখলেও ফোনের তাপমাত্রায় সেভাবে কোনও প্রভাব পড়বে না। কারণ ফোনটিতে দেওয়া হয়েছে লিকুয়িড কুলিং টেকনোলজি।
বিজ্ঞাপন
প্রফেশনালদের মতো ছবি তোলার জন্য ফোনটিতে প্রো লেভেল ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে ফোনটিতে। তারমধ্যে একটি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের । রয়েছে বিভিন্ন প্রো লেভেল ক্যামেরা ফিচার্স। বেস্ট ইন ক্লাস রেজুলেশন, আলট্রা হাই রেজুলেশন এইচএম২ ইমেজ সেন্সর, ৯ ইন ১ পিক্সেল বিনিং টেকনোলজিও রয়েছে ফোনে।
অতি উন্নতমানের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। ৬৭ ওয়াটের টার্বো সনিক চার্জার দেওয়ার ফলে ফোনটি মাত্র ১৫ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ ফুল চার্জ দেওয়া সম্ভব।
এজেড

