শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

আজ ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৩। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, স্বল্পোন্নত দেশসমূহের ক্ষমতায়ন’। 

দিনটি উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


বিজ্ঞাপন


ডিজিটাল প্রযুক্তিখাত বিষয়ক বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) দিবসটি পালন করছে। আইটিইউর ১৯৩টি সদস্য রাষ্ট্রের ন‌্যায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে বাংলাদেশ  প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

dayপ্রতিবছরের মতো এবছরেও দিবসটি উপলক্ষে বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ‌্যানেলে  দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সম্প্রচার  হবে।

১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন ও ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ।

প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ( আইটিইউ) প্রতিষ্ঠার স্মারক হিসেবে ১৯৬৯ সালের ১৭ মে হতে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির বিকাশের ধারাবাহিকতায় ২০০৬ সাল হতে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর