শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করেও এডিট করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করেও এডিট করা যাবে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। শিগগিরই প্ল্যাটফর্ম ব্যবহারকারী মেসেজ সেন্ড করেও এডিট করার সুবিধা পাবেন। এখন ফিচারটি টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। বেটা টেস্টারটি ফিচারটি উপভোগ করতে পারবেন।     

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার জন্য ১৫ সেকেন্ডের একটা উইন্ডো দেওয়া হবে। অর্থাৎ মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন ইউজাররা।


বিজ্ঞাপন


হোয়াটসঅ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই মেসেজ ডিলিট হয়ে যায় একটি নির্দিষ্ট সময়ান্তরে। এই ফিচারেও যুক্ত হতে চলেছে নতুন আপডেট।

হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে ১৫টি নতুন ডিউরেশন যুক্ত হতে চলেছে। অর্থাৎ কতক্ষণে মেসেজ ডিলিট হতে চলেছে সেক্ষেত্রে ১৬টি নতুন অপশন পাওয়া যাবে।

whatsappমেসেজের ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার অডিও মেসেজের ক্ষেত্রেও এই ফিচার চালু হতে চলেছে। অর্থাৎ ভিউ ওয়ান্স অডিও ফিচার চালু হতে চলেছে।

হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য আসতে চলেছে অডিও চ্যাট ফিচার। একদম নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন ইউজাররা।


বিজ্ঞাপন


এই ফিচারগুলো এখনও চালু হয়নি। তবে খুব তাড়াতাড়ি চালু হবে বলে অনুমান করা হচ্ছে। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষার কাজকর্ম।

অ্যানড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য একাধিক ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে আরও কিছু ফিচার আসতে চলেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর