শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আকাশে ৫ গ্রহের মিলন দেখার অপেক্ষায় বিশ্ববাসী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৩:১২ এএম

শেয়ার করুন:

আকাশে ৫ গ্রহের মিলন দেখার অপেক্ষায় বিশ্ববাসী

বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস—সৌরজগতের পাঁচ গ্রহকে আকাশে পর পর দেখা যাবে। বিরল এই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে বিশ্ববাসী।

২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহখানেক দেখা যাবে গ্রহগুলোকে। কিন্তু সবচেয়ে পরিষ্কার এই দৃশ্য দেখা যাবে ২৮ মার্চ। তবে মূলত তিনটি গ্রহ—বুধ, শুক্র ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও বাকি গ্রহদুটিকে দেখতে হলে দরকার শক্তিশালী দূরবীন বা টেলিস্কোপ। সেক্ষেত্রে মঙ্গলকেও ইউরেনাসের থেকে উজ্জ্বল দেখাবে। এবার এই দৃশ্য দেখতে মুখিয়ে রয়েছেন আকাশপ্রেমীরা।        


বিজ্ঞাপন


spaceউল্লেখ্য, ২০০৪ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো গত বছর জুনে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি সেই বিরল ফ্রেমে সারিবদ্ধ হয়েছিল। 

জ্যোতির্বিজ্ঞানের সারিবদ্ধতা ঘটে যখন গ্রহগুলো একই সঙ্গে সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়। স্টারওয়াক অনুসারে, এই গ্রহগুলো আকাশের একটি ছোট ৫০ ডিগ্রি সেক্টরের মধ্যে সূর্যাস্তের পর দৃশ্যমান হবে ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর