শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে গান শোনা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে গান শোনা যাবে

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে অডিও প্লেয়ার আসছে। শুরুতে নির্বাচিত কিছু গ্রাহককে এই ফিচার টেস্ট করার সুযোগ দেয়া হয়েছে। 

হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, মোবাইল অ্যাপ ছাড়াও মেসেজিং প্ল্যাটফর্মের ওয়েব ভার্সন ও ডেক্সটপ অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে।  এবার ডেক্সটপ ভার্সনে যুক্ত হল গ্লোবাল অডিও প্লেয়ার। এর ফলে যে চ্যাটে ভয়েস নোট প্লে করা হয়েছে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে।


বিজ্ঞাপন


আগে ভিডিওর সঙ্গে যেমন পিকচার-ইন-পিকচার মোড যুক্ত হয়েছিল ঠিক একই ভাবে কাজ করবে নতুন এই ফিচার। সেই ফিচারে যে কোন ভিডিও প্লে করলে তা একটি পৃথক ছোট উইন্ডোতে প্লে হতে শুরু করে। অন্য কোন চ্যাট ওপেন করলেও ছোট উইন্ডোতে ভিডিও প্লে হতে থাকে। তবে গ্লোবাল অডিও প্লেয়ারের ক্ষেত্রে ব্রাউজারের নিচে একটি বারে ভয়েস নোট প্লে হবে।

whatsappনতুন ফিচারে ডিসপ্লের নিচে বিশেষ প্লেয়ারে একবার কোন ভয়েস নোট প্লে করতে শুরু করার পরে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে। একটা বারে ভয়েস নোটের প্রোগ্রেস দেখতে পাবেন।

ডেক্সটপ অ্যাপের বিটা ভার্সনে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছেছে। এই মুহূর্তে নির্বাচিত কিছু গ্রাহককে এই ফিচার পাঠিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর