নকল আইফোন চেনার উপায়
তথ্যপ্রযুক্তি ডেস্ক

স্মার্টফোনের বাজারে জনপ্রিয় ফোন অ্যাপলের আইফোন। এই ফোনের দাম বেশি হলেও কাটতি ভালো। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নকল আইফোন তৈরি করে বাজারে বিক্রি করেন। তাই নকল আইফোনের বৈশিষ্ট্য চিনে রাখা ভালো। জানুন নকল আইফোন চেনার উপায়।
নকল আইফোন কিনলেন কি না বুঝবেন কীভাবে?
আইফোনের বিপুল জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়। এই বিপুল চাহিদার সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নকল সংখ্যা।
উন্নত প্রযুক্তির যুগে কোনটা আসল আর কোনটা নকল, তা বোঝা কঠিন।
আসল ও নকল আইফোন চেনার ক্ষেত্রে খুব কার্যকরী উপায় হল IMEI নম্বর। অ্যাপল ওয়েবসাইটে আইফোরেন সিরিয়াল নম্বর দিয়ে কভারেজ চেক করুন।
মনে বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকলে অবিলম্বে নিকটবর্তী কোনও অ্যাপল স্টোরে যান। এত দামি ফোন সর্বদা কোনও অনুমোদিত ডিলার বা ওয়েবসাইট থেকে কিনুন।
এজেড