শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

৬জি চালু হচ্ছে ভারতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

৬জি চালু হচ্ছে ভারতে

২০৩০ সালে ভারতে ৬জি চালু হচ্ছে। নকিয়ার প্রযুক্তিগত সহায়তায় দেশটিতে যষ্ঠ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। দেশটিতে বর্তমানে ৫জি নেটওয়ার্ক  বিস্তৃত রয়েছে। 

সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নকিয়ার প্রেসিডেন্ট ও সিইও পেক্কা লুন্ডমার্ক। আলোচনায় দেশটিতে নকিয়ার ব্যবসার প্রসারের পাশাপাশি উঠে এসেছে ৬জি প্রসঙ্গও। বৈঠকের পর দুই ব্যক্তিত্বই ফলপ্রসূ বৈঠক নিয়ে টুইট করেন। সেই টুইটেই ৬জি বাস্তবায়নে নয়াদিল্লির সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছেন নকিয়া সিইও।


বিজ্ঞাপন


6g india২০২৩ সাল থেকে ২০৪০ এর মধ্যে ভারতের অর্থনীতে শুধুমাত্র ৫জি বাবদ ৫০ কোটি ডলার অতিরিক্ত আসবে বলে আশা টেলিকম ক্ষেত্রের বিশেষজ্ঞদের। 

মোদিও নিজের বার্তায় একাধিকবার বলেছেন, ‘শুধু ইন্টারনেটের গতি বৃদ্ধি নয়, উন্নয়নে জোয়ার আনছে এবং কাজ তৈরি করছে এই ৫জি।’

প্রযুক্তি গবেষকদের মতে, ৫জি প্রযুক্তির চেয়ে একশো গুণ বেশি গতি সম্পন্ন হবে ৬জি। একটি ৮কে ভিডিও ডাউনলোড করতে ৫জি তে যা সময় লাগে, ৬জি তে তার থেকে অনেকটাই কম সময় লাগবে বলে আশা তাদের। 

6g bangladesh৬জি পরিষেবার সঙ্গে সংযুক্ত থাকবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২০ সাল থেকেই দুবাইয়ে ৬জি নিয়ে গবেষণা শুরু হয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর