শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

আপনার ফোন বিস্ফোরণের ঝুঁকিতে আছে কি না বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

আপনার ফোন বিস্ফোরণের ঝুঁকিতে আছে কি না বুঝবেন যেভাবে

স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটছে। ফোন বিস্ফোরণে পুড়ে অনেকেই আহত হয়েছেন। মারাও গেছেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময়ই লিথিয়াম ব্যাটারি ফেটে যেতে পারে। এছাড়া অতিরিক্ত চার্জ দেওয়া বা একেবারেই চার্জ না ফেলে রাখা ফোন ব্যবহার করতে গেলেও বিস্ফোরণ হওয়া অস্বাভাবিক নয়। 

কোন কোন সংকেতে বুঝবেন আপনার ফোন বিস্ফোরণের ঝুঁকিতে


বিজ্ঞাপন


স্মার্টফোনের ব্যাটারি আচমকা বিস্ফোরণ ঘটলেও বেশির ভাগ স্মার্ ফোনই কিন্তু এমনটা হওয়ার আগে কোনও না কোনও ইঙ্গিত দেয়। প্লাস্টিক বা কোনও রাসায়নিক পোড়া গন্ধ, বা ফোন থেকে কোনও ক্ষীণ শব্দ, বা খুব অল্প সময়ের মধ্যেই চার্জারে বসানো ফোন গরম হয়ে যাওয়া ইত্যাদি দেখলে সচেতন হওয়া প্রয়োজন।

fireস্মার্টফোন বিস্ফোরণ রোধে করণীয়

১. ফোন যেন হাত থেকে বার বার মাটিতে বা পানিতে পড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

২. ফোন রোদের মধ্যে রাখা যাবে না।


বিজ্ঞাপন


৩. ব্যাটারির স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে।

৪. ফোনের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়ার চার্জারই ব্যবহার করা উচিত।

৫. ব্যাটারি নষ্ট করতে পারে এমন কোনও ‘ম্যালওয়ার’ থেকে ফোন সুরক্ষিত রাখতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর