শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পোকো এক্স৫: ৮ জিবি র‌্যামের স্মার্টফোন 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

পোকো এক্স৫: ৮ জিবি র‌্যামের স্মার্টফোন 

শাওমির সাব-ব্র্যান্ড পোকো আনল নতুন ফোন। মডেল পোকো এক্স৫ ৫জি। এটি একটি মিডরেঞ্জের স্মার্টফোন। 

ব্ল্যাক, ব্লু ও গ্রিন- এই তিনটি কালারে মিলতে চলেছে ফোনটি। ফোনটিতে থাকছে আয়তাকার ক্যামেরা সেটআপ। সামনের ডিসপ্লের সেন্টারে পাঞ্চ হোল করে থাকছে ফ্রন্ট ক্যামেরাটি। ফোনের মাথায় থাকছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।


বিজ্ঞাপন


পেকোর নতুন ফোনের রয়েছে ৬.৬৭ ইঞ্চির এএমওএলইডি ডিসপ্লে। এতে ফুল এইচডি প্লাস রেজুলেশন মিলবে। সঙ্গে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।

pocoফোনটি পরিচালনার জন্য থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে ডিভাইসটি পাওয়া যাবে। 

৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, তার সঙ্গে পেয়ে যাবেন ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 
ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে পোকো। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর