শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মটোরোলা রেজর ২০২৩: তাক লাগানো ফোল্ডিং ফোন আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১২:৩১ এএম

শেয়ার করুন:

মটোরোলা রেজর ২০২৩: তাক লাগানো ফোল্ডিং ফোন আসছে

ফোল্ডিং স্মার্টফোনের দুনিয়ার তাক লাগিয়ে দিয়েছিল মটোরোলা। রেজর নামের একটি ফোন শোরগোল ফেলেছিল। ফোনটির বেশ কয়েকটি ভার্সন বাজারে বেশ বিক্রি হয়েছিল। এবার আসছে মটোরোলা রেজরের নতুন ভার্সন। 

মটোরোলা চলতি বছরে তার জনপ্রিয় ফোনটিকে একটি নতুন স্টাইলে আনতে চলেছে। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি  সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ এ রেজরের নতুন সংস্করণ সম্পর্কে তথ্য দিয়েছে।


বিজ্ঞাপন


motorolaইলেকট্রনিক কোম্পানি মটোরোলা তার ফোল্ডেবল স্মার্টফোন রেজর ২০০৪ সালে সর্বপ্রথম বাজারে আনে। খুব অল্প সময়ের মধ্যেই মটোরোলার এই ফ্লিপ ফোনটি গ্রাহকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। 

মটোরোলার এই ফ্লিপ ফোনটি সেই সময়ের জনপ্রিয় স্মার্টফোন হিসেবেও পরিচিত ছিল। তাই সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার মটোরোলা গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। চলতি বছরে রেজরের একটি নতুন স্টাইল আসছে।

মটোরোলার মূল প্রতিষ্ঠান লেনোভো জানিয়েছে, কোম্পানি খুব শিগগিরই ফোল্ডেবল ফোনের পরবর্তী সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে। 

ফোনটির ফিচার সম্পর্কিত কিছু তথ্যও জানা গেছে।


বিজ্ঞাপন


motorolaমটোরোলার নতুন ফোল্ডেবল ফোনের ফিচারের কথা বললে এতে থাকছে ৫ ইঞ্চির ১৫:৯ রেশিওর ডিসপ্লে। এতে পিওএলইডি প্যানেল ব্যবহৃত হবে। এর ডিসপ্লেটি ২২:৯ অনুপাতসহ ৬.৫ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যেতে পারে। যখন রোল আপ করা হয়, ডিসপ্লেটি সহজেই ফোল্ড হয়ে যায়। ফোনটির নিচের চারপাশে মোড়ানো ডিজাইনের। 

ফোনটির কভার ফ্লিপ করা হলে, পেছনের রোল-আপ ডিসপ্লেটি সেকেন্ডারি ডিসপ্লে হিসাবে দেখা যাবে। 

মটোরোলার পক্ষ থেকে ফোনটির রিলিজ ডেট দেওয়া হয়নি, তবে নতুন ফোল্ডেবল ডিভাইসটি এই বছরের জুন মাসেই আনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর