শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ওয়ানপ্লাস ফোল্ডিং ফোন আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

ওয়ানপ্লাস ফোল্ডিং ফোন আনছে

ফোল্ডিং ও ফ্লিপ ফোনের বাজারে এখন রাজত্ব করছে স্যামসাং, মটোরোলা ও অপো। এসব প্রতিষ্ঠানকে টেক্কা দিতে শিগগিরই ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস। এই ফোনের দাম হবে হাতের নাগালে। 

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়ানপ্লাস ফোল্ডিং ফোন বাজারে আনার ঘোষণা দেয়।


বিজ্ঞাপন


ঘোষণা অনুযায়ী চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকই লঞ্চ হতে পারে ফোনটি। 

ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন জানিয়েছেন, বাজারের অন্যসব ফোল্ডিং ফোনের তুলনায় আরও ফাস্ট ও স্মুদ এক্সপিরিয়েন্স নিয়ে আসতে চলেছে ওয়ান প্লাসের ফোল্ডেবল ফোন। এটি হবে প্রতিষ্ঠানটির অন্যতম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 

oneplusওয়ানপ্লাসের নতুন ফোল্ডিং ফোন টুকে ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে ফোল্ডেবল ফোনটি। যার সঙ্গে অনেকটাই মিল থাকবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোরের। একটি নয়, একসঙ্গে দুইটি ফোল্ডেবল ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস। একটি ওয়ানপ্লাস ভি ফ্লিপ এবং দ্বিতীয়টি ওয়ানপ্লাস ভি ফোল্ড। অপো ফাইন্ড এন সিরিজের উপর বেস করে তৈরি হবে যেটি। 

অনেকেই হয়তো জানেন না, অপো এবং ওয়ানপ্লাসের পেরেন্ট কোম্পানি একই, বিবিকে ইলেকট্রনিক্স।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর