পৃথিবীজুড়ে চ্যাটবটের রমরমা। এই দৌড়ে এগিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। ডেভেলপার প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের সঙ্গে যুক্তি করে নতুন পরিষেবা আনছে। এদিকে চ্যাটজিপিটির ছোঁয়া পেতে চলেছে স্ন্যাপচ্যাটও। এবার তারা আনতে চলেছে নিজস্ব চ্যাটবট সার্ভিস। ওপেনএআইয়ের চ্যাটজিপিটির লেটেস্ট ভার্সন ব্যবহার করা হচ্ছে সেখানে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে প্রতিদিন উন্নতি করছে, তাতে অচিরেই যে আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠতে চলেছে এআই, তা বলাই যেতে পারে। ইতিমধ্যেই বোধহয় তা কিছুটা হয়েও গিয়েছে। আর সেই এআই চ্যাটবট অংশ হয়ে উঠতে চলেছে স্ন্যাপচ্যাটেরও।
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপের পরে অন্যতম জনপ্রিয় মেসেজিং সার্ভিস স্ন্যাপচ্যাট। তবে শুধু মেসেজিং নয়। তার চেয়েও অনেক কিছু করা যায় এই অ্য়াপের মাধ্যমে। আর সেই স্ন্যাপচ্যাটের সঙ্গে এআইয়ের জুড়ে যাওয়া কার্যত যুগান্তকারী হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পাইজেল।
তবে এবার সবাইকে চমকে দিয়ে স্ন্যাপচ্যাটের সঙ্গে জুটি বাঁধতে চলেছে চ্যাটজিপিটি। 'মাই এআই' নামে স্ন্যাপচ্যাটের ওই বট অ্য়াপের চ্যাট ট্যাবের মাথায় পিন করা থাকবে।
শুরুতে শুধুমাত্র স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবাররাই পাবেন ওই বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ। যার জন্য গ্রাহককে প্রতি মাসে খরচ করতে হয় নির্দিষ্ট ফি। তবে ক্রমে চ্যাটবট পরিষেবাকে সমস্ত ইউজারের মধ্যেই ছড়িয়ে দেওয়াই লক্ষ্য স্ন্যাপচ্যাটের।
স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পাইজেল জানিয়েছেন, ৭৫ কোটি ইউজারকে ওই চ্যাটবট পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কাজ করছে স্ন্যাপচ্যাট টিম।
বিজ্ঞাপন
ইভানের মতে, বন্ধুবান্ধব বা পরিজনেদের সঙ্গে নিয়মিত কথা না হলেও, আগামী দিনে এআই বটের সঙ্গে নিয়মিত তথা বলবে মানুষ। ক্রমে সেদিকেই এগোচ্ছ সভ্যতা। আর সেই ব্যপারটাকেই নিজেদের মেসেজিং সার্ভিসে শুরু করতে চাইছে স্ন্যাপচ্যাট।
স্ন্যাপচ্যাটের এই এআই চ্যাটবট, মাই এআই চ্যাটজিপিটির প্রথম মোবাইল ফ্রেন্ডলি ভার্সন, যা ইনস্টল করা হয়েছে স্ন্যাপচ্যাটের ভিতরে। তবে আপাতত অনেক সীমাবদ্ধতা রয়েছে এই ওপেনএআইয়ের। সংস্থার সেফটি গাইডলাইন মেনে শুধুমাত্র কিছু বিষয়ে কথা বলার ছাড়পত্রই দেওয়া হয়েছে এই চ্য়াটবটকে।
এজেড