শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম জনপ্রিয় ফটোশেয়ারিং প্ল্যাটফর্ম। বিশেষ করে তারকারা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে, তাদের সর্বশেষ আপডেট জানাতে সেলিব্রেটিরা ইনস্টাগ্রাম ব্যবহার করেন। 

instagram


বিজ্ঞাপন


ইনস্টাগ্রামে যার অনুগামী যত বেশি, তিনি তত বড় তারকা। এই তালিকার প্রথম দশে কারা রয়েছেন? জানুন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার।

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফলোয়ারে সংখ্যা ৫৫ কোটি। গত কয়েক বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন সিআর সেভেন।

রোনালদোভক্তরা মজা করে বলেন, জনসংখ্যার নিরিখে চীন এবং ভারতের পর তৃতীয় স্থানে ফুটবলারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমেরিকায় যত জনসংখ্যা, তার থেকেও বেশি লোক নজর রাখেন তার প্রোফাইলে।


বিজ্ঞাপন


messiলিউনেল মেসি

মাঠের মতো ইনস্টাগ্রামেও তারা প্রতিদ্বন্দ্বী। অনুগামীর সংখ্যা নিরিখে রোনাল্ডোর পরেই রয়েছেন লিওনেল মেসি। তার ফলোয়ারের সংখ্যা ৪৩ কোটি ২০ লাখ।

সেলিনা গোমেজ

নারীদের মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে বেশি ভক্ত সেলেনা গোমেজের। রোনালদো, মেসির পরেই রয়েছেন এই গায়িকা। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খোলা নিয়ে বেশ অনীহা ছিল সেলেনার। কিন্তু তা খুলতেই আনুগামীর সংখ্যা বেড়েছে লাফিয়ে।

selena ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আটপৌরে জীবনের ছবিই বেশি দেন সেলেনা। কখনও তিনি রান্না করছেন, কখনও শরীরচর্চা। মাঝেমধ্যে শুটিংয়ের ছবিও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই মানসিক স্বাস্থ্য এবং অবসাদ নিয়ে কথা বলেন সেলেনা।

কাইলি জেনার

ইনস্টাগ্রামে অনুগামীর নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন কাইলি জেনার। তার অনুগামীর সংখ্যা ৩৮ কোটি। ২০১৯ সালে ফোর্বস তাকে কনিষ্ঠতম ‘সেলফ-মেড’ কোটিপতি ঘোষণা করেছিল। কাইলির নিজস্ব প্রসাধনী প্রতিষ্ঠান রয়েছে। রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

ডয়েন জনসন

কাইলির পরে রয়েছেন ডয়েন জনসন। ইনস্টাগ্রামে তার প্রোফাইলের নাম ‘ডয়েন দ্য রক জনসন’। হলিউডের এই নায়ক অতীতে কুস্তিতে (ডব্লুডব্লুই) চ্যাম্পিয়ন ছিলেন। নিজের শরীরচর্চার ভিডিও দেন তিনি।

ariyanaআরিয়ানা গ্রান্ডে

সপ্তম স্থানে রয়েছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে। প্রায়ই নিজের জীবনযাপন, ঘরবাড়ি, পোষ্যের ছবি দেন তিনি। ইনস্টাগ্রামে আরিয়ানার ফলোয়ারের সংখ্যা ৩৫ কোটি ৭০ লাখ।

কিম কার্দাশিয়ান

তিনি যাই করেন, তাই খবর। ইনস্টাগ্রামেও যে তিনি চর্চাতেই থাকবেন, সেটাই স্বাভাবিক। অনুগামীর সংখ্যার নিরিখে অষ্টম স্থানে রয়েছেন কিম কার্দাশিয়ান। তার অনুগামীর সংখ্যা ৩৪ কোটি ৬০ লাখ।

বেয়ন্সে নোলস

কিমের পর রয়েছেন বেয়ন্সে নোলস। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৯ কোটি ৭০ লাখ। ‘লেমনেড’ অ্যালবাম মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম বেয়ন্সের জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে।

kardisianক্লো কার্দাশিয়ান

ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে কিমের সঙ্গেই স্থান পেয়েছেন তার এক বোন ক্লো কার্দাশিয়ান। ক্লোর অনুগামীর সংখ্যা ২৯ কোটি ৫০ লাখ। ফলোয়ারের সংখ্যার হিসেবে প্রথম দশের তালিকায় নয় নম্বরে আগে ছিলেন পপ গায়ক জাস্টিন বিবার। তাকে সরিয়ে ওই জায়গা নিয়েছেন ক্লো। আর এক বোন কেন্ডেলও খুব বেশি পিছিয়ে নেই।

জাস্টিন বিবার

দশম স্থানে রয়েছে এখন জাস্টিন বিবার। তার ফলোয়ারের সংখ্যা ২৭ কোটি ৮০। নিজের অ্যাকাউন্ট থেকে ভক্তদের একাধিক তথ্য দিয়ে রাখেন জাস্টিন। কখনও অনুষ্ঠানের সূচি তো কখনও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ, বহু তথ্য মেলে তার অ্যাকাউন্ট থেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর