বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার

এখন থেকে হোয়াটসঅ্যাপ ইনবক্স আসা মেসেজগুলো সার্চ করে পড়া যাবে। সম্প্রতি অ্যাপটিতে এই ফিচার যোগ হয়েছে। শুরুতে বেটা টেস্টারদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই সবাই এই সুবিধা পাবেন। 

এই সার্চ বারের মাধ্যমে অ্যাপ সেটিংস ফিল্টার করা থেকে যেকোনও মেসেজ খুঁজে পাওয়াও অনেক সহজ হতে চলেছে ইউজারদের জন্য। তাতে অযথা সময় নষ্ট যেমন কম হবে, তেমনই সুবিধা হবে কাজেও। 


বিজ্ঞাপন


whatsappআইওএস ২৩.৪.০.৭৩ আপডেটের পর বেশ কিছু বেটা টেস্টার এই ফিল্টার অ্যাপ সেটিংটি ব্যবহার করতে পারবেন। 

সেটিংস সেগমেন্টের একেবারে উপর দিকে থাকতে চলেছে এই সার্চ বারটি। সেখানে গিয়ে ইউজার যা লিখবেন, সেই সংক্রান্ত যা কিছু হোয়াটসঅ্যাপে থাকবে, তা উঠে আসবে উপরের দিকে।

appদরকারি মেসেজ বা ফিচার্স খুঁজে পাওয়ার জন্য, কিংবা সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করার জন্য পুরো অ্যাপ খোঁজার দরকার হবে না আর। তার সমাধান করে দেবে হোয়াটসঅ্যাপের এই সার্চবার। 

টেস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ হলেই খুব শিগগিরই সকলের কাছে পৌঁছে যাবে নয়া এই আপডেট। আর তা ইনস্টল করলেই হোয়াটসঅ্যাপের নয়া এই সার্চবার পৌঁছে যাবে সমস্ত ইউজারের কাছে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর