শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর্মীদের মোবাইলে টিকটক নিষিদ্ধ করেছে ইউরোপীয় কমিশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

কর্মীদের মোবাইলে টিকটক নিষিদ্ধ করেছে ইউরোপীয় কমিশন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুটি বড় নীতি-নির্ধারক প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তার কারণে কর্মীদের মোবাইল থেকে টিকটক নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইলে ইউরোপীয় কমিশনের কর্মীরা টিকটক ব্যবহার করতে পারবেন না।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ’র শিল্প প্রধান থিয়েরি ব্রেটন।


বিজ্ঞাপন


ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, ১৫ মার্চের মধ্যে মোবাইল থেকে টিকটক মুছে ফেলতে হবে।

TikTokমূলত গত বছরের নভেম্বর মাস থেকে টিকটক ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। চীন কার্যালয়ের কয়েকজন কর্মী ইউরোপে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য দেখতে পারেন, এমন তথ্য জানায় টিকটক। এরপর থেকেই সমস্যা শুরু হয়।

এর আগে গত জানুয়ারি মাসে নেদারল্যান্ডসও সরকারি কর্মকর্তাদের টিকটক অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যও সরকারি ফোনে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র: রয়টার্স


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর