শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

যে কারণে গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছে না

দেশের বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অপারেটরটি বিপুল সংখ্যক গ্রাহক। বর্তমানে দেশে অপারেটরটির গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। এদের বেশিরভাগের ফোনেই সকাল থেকে নেটওয়ার্ক পাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

অপারেটরটি জানিয়েছে ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিভ্রাট তৈরি হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন:  গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তি চরমে

গ্রামীণফোন তাদের ফেসবুক পেজে এক নোটিশে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

grameen phone

একই কথা জানালেন অপারেটরটির জনসংযোগ কর্মকর্তাও। গ্রামীণফোনের কমিউনিকেশন্স ম্যানেজার মোহাম্মদ হাসান  বলেছেন,  ফাইবার অপটিক ক্যাবলে বিঘ্ন ঘটায় গ্রাহকরা সাময়িকভাবে কল করতে অসুবিধায় পড়েছেন। শিগগিরই এই সমস্যার সমাধান হচ্ছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গ্রামীণফোন গ্রাহকরা গ্লোরিয়া জিনসে ফ্রি কফি খেতে পারবেন

তিনি জানান, গ্রামীণফোনে প্রকৌশলী দল এই সমস্যার সমাধানে মাঠে নেমেছে। 

gpএদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খানও গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার বিষয়টি স্বীকার করেন। 

আরও পড়ুন: সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন?

দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর