বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

শুক্র-বৃহস্পতি পৃথিবীর খুব কাছে আসছে 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

শুক্র-বৃহস্পতি পৃথিবীর খুব কাছে আসছে 

৫০ বছর পর পৃথিবীর খুব কাছে আসছে শুক্র ও বৃহস্পতি গ্রহ। ১ মার্চ এই গ্রহ দুইটি পৃথিবীর কাছে ঘেঁষবে। এমনিতেই এই গ্রহ দুইটিকে পৃথিবীর প্রতিবেশি গ্রহ বলা হয়। কেননা, এগুলোর দূরত্ব পৃথিবীর কাছেই। 
 
রাতের আকাশে তাকালে সবচেয়ে উজ্জ্বল যে দুই বিন্দুর দিকে নজর পড়ছে সেগুলো শুক্র-বৃহস্পতি। ফেব্রুয়ারির শুরুতে দুই গ্রহের মধ্যে ফারাক ছিল ২৯ ডিগ্রির। মাসের শেষে তা হতে চলেছে মাত্র ২.৩ ডিগ্রি। সেই হিসেবে ১ মার্চ তাদের কার্যতই গায়ে গায়ে দেখা যাবে রাতের আকাশে।

spaceএদিকে শুক্র ও বৃহস্পতির কাছে এগিয়ে আসছে চাঁদও। একসঙ্গে বা পাশাপাশি তিন জ্যোতিষ্ককে এই মাসে রাতের আকাশে দেখা যাচ্ছে। বুধবারের পর থেকে ফের দূরে সরে যাবে চাঁদ। কিন্তু এরপরও একই ভাবে শুক্র-বৃহস্পতি থাকবে একসঙ্গে। 


বিজ্ঞাপন


দুই গ্রহকে সব থেকে কাছাকাছি দেখা যাবে আগামী মার্চের শুরুতে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর