শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোনের ‘আই’ বর্ণের অর্থ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

আইফোনের ‘আই’ বর্ণের অর্থ কী?

স্মার্টফোন ও কম্পিউটারের মত গ্যাজেটগুলোর সবচেয়ে উন্নত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অ্যাপল ইনকর্পোরেটেড। বিশ্বব্যাপী জনপ্রিয় আইফোন নির্মাতাপ্রতিষ্ঠান এটি। অ্যাপলের ডিভাইসগুলোর দীর্ঘস্থায়িত্ব এবং নিরাপত্তার কারণে এটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। অ্যাপল তার স্মার্টফোনের নামকরণ করেছে ‘আইফোন (iPhone)’। এছাড়া অ্যাপলের ট্যাবগুলোকে বলা হয় আইপ্যাড (iPad), কম্পিউটারগুলোকে বলা হয় আইম্যাক (iMac)। কিন্তু এই ‘i’ এর অর্থ কী? এ নিয়ে নেট দুনিয়ায় বিতর্ক থাকলেও অ্যাপলের প্রতিষ্ঠাতা নিজেই ‘i’ এর অর্থ প্রকাশ করেন। চলুন জেনে নিই এই ‘i’ অর্থ।

iPhoneআইফোনের ‘i’ বর্ণের অর্থ


বিজ্ঞাপন


অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ১৯৯৮ সালে ‘i’ এর অর্থ জানিয়েছিলেন। আইম্যাকের উন্মোচন অনুষ্ঠানে তিনি জানান, ‘i’ দিয়ে একটি নয়, পাঁচটি শব্দ বুঝানো হয়। শব্দগুলো হলো— ইন্টারনেট (Internet), ইন্ডিভিজ্যুয়াল (individual), ইন্সট্রাক্ট (instruct), ইনফর্ম (inform) ও ইন্সপায়ার (inspire)।

iPhone1
১৯৯৮ সালে আইম্যাকের উন্মোচন অনুষ্ঠানে

যদিও এটির কোনো অফিশিয়াল অর্থ নেই বলে জানিয়েছেন তিনি। মূলত এটি ‘ব্যক্তিগত সর্বনাম’ এবং অ্যাপলের কর্মীদের শেখার জন্য একটি ‘নির্দেশনা’।

বর্তমানে অ্যাপল তাদের নতুন পণ্যের নামকরণে ‘i’ ব্যবহার করছে না। যেমন— স্মার্ট ঘড়ির নামকরণ ‘আইওয়াচ’ না করে ‘অ্যাপল ওয়াচ’ করা হয়েছে। একইভাবে অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি ইত্যাদি।


বিজ্ঞাপন


এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর