সাশ্রয়ী দামের স্মার্টফোন আনল শাওমি। রেডমি সিরিজের এই ফোনের মডেল ১২সি। চীনে রেডমি ১২সি মডেলটি লঞ্চ করা হয়েছে বেশ কিছু রঙের ভেরিয়েশনে। গ্লোবাল ভার্সনটি মিলবে তিনটি রঙে। গ্রাফাইট গ্রেস, মিন্ট গ্রিন ও ওশান ব্লুয়ের মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারবেন গ্রাহক।
রেডমি ১২ সির চীনা মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। সঙ্গে থাকছে ৭২০x১৬৫০ পিক্সেল রেজুলেশন ও ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকছে ৫০০ নিটসের কাছাকাছি। মনে করা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টটিতেও থাকতে চলেছে একই রকম ডিসপ্লে।
বিজ্ঞাপন

মিডিয়াটেক হেলিও জি৮৫ এসওসি প্রসেসর থাকতে চলেছে রেডমির এই নয়া মডেলটিতে। আশা করা যাচ্ছে, অ্যানড্রয়েড ১২ এর ওপরে কাজ করবে রেডমির নিজস্ব এমআইইউআই ১৩ স্কিন।
দুইটি মেজর আপডেটের জন্য ইলিজিবল এই ফোনটি। মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসতে চলেছে ফোনটি। বেস মডেলটিতে থাকছে ৪জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এর পরেরটিতে থাকছে ৪ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং টপ মডেল যেটি, সেটিতে থাকছে ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী, যেকোনও একটি ভেরিয়েন্ট বেছে নিতে পারেন গ্রাহক।
বাজেট ফোন হলে কি হবে, ক্যামেরার দিক দিয়ে কোনও অংশে কম যায় না রেডমির এই মডেলটি। ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যেখানে মিলবে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর। তার সঙ্গে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতো থাকছেই। আশা করা যাচ্ছে, গ্লোবাল ভেরিয়েন্টটির ক্ষেত্রে একই রকম ক্যামেরা মডিউল থাকবে। তার সঙ্গেই পাবেন মাইক্রো এসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.১ এবং এনএফসি সাপোর্ট।
বিজ্ঞাপন

ব্যাটারির ব্যাপারে কোনও দিনই কার্পণ্য করে না রেডমি। বাজেট ফোনের ক্ষেত্রেও সেই অবকাশ রাখেনি তারা। বাকি সব মডেলের মতোই তাদের এই মডেলটিতেও থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তার সঙ্গে পেয়ে যাবেন ১০ ওয়াট আওয়ারের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। আলাদা করে গ্রাহকদের অ্যাডপ্টার কেনার ব্যাপার নেই মোটেই। ফোনের সঙ্গেই ইনবক্সে তারা পাবেন চার্জিং ওয়্যার ও ১০ ওয়াটের চার্জিংয়ের সাপোর্টযুক্ত অ্যাডাপ্টর।
রেডমি ১২ সির বেজ মডেলটি পাওয়া যাবে ১৫-১৭ হাজার টাকায়। টপ মডেলটি কেনা যাবে ১৮-২০ হাজার টাকায়।
এজেড

