শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউটিউবের মতো ইনস্টাগ্রামেও চ্যানেল খোলা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

ইউটিউবের মতো ইনস্টাগ্রামেও চ্যানেল খোলা যাবে

ইউটিউবের মতো ইনস্টাগ্রামেও চ্যানেল খোলা যাবে। ইউটিউবকে টেক্কা দিতে এমনই ফিচার নিয়ে হাজির হয়েছে মেটা। তবে এই চ্যানেল থেকে অর্থ রোজগার করা যাবে না। করা যাবে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ। 

মূলত এটি একটি চ্যাট ফিচার। যাকে অভিনবই বলা যায়। ইনস্টাগ্রাম এর নাম দিয়েছে মেটা চ্যানেল। এই ফিচার্সের মাধ্যমে ক্রিয়েটরেরা তাদের ফলোয়ারদের সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ভাগ করে নিতে পারবেন নিজেদের ভাবনাচিন্তাও। 


বিজ্ঞাপন


শুক্রবার থেকেই বাছাই টেস্টার ক্রিয়েটারদের জন্য আমেরিকায় খুলে গিয়েছে এই সুবিধা। টেস্টিং শেষ হয়ে গেলে আগামী কয়েকমাসের মধ্যেই এই ফিচারটি সকলের জন্য খুলে দেওয়া হবে বলে মেটার তরফে জানানো হয়েছে।

মেটাপ্রধান মার্ক জুকেরবার্গ শুক্রবার দুর্দান্ত এই ফিচারের কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি এই চ্যানেলটি খুলছেন তার সংস্থার সমস্ত খবরাখবর ও প্রোডাক্টস সম্পর্কে তথ্য ইউজারদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তিনি এও জানান, সমস্ত মেটা প্রোডাক্ট এবার থেকে সবার প্রথমে এই চ্যানেলেই শেয়ার করবেন মেটাপ্রধান।

কোনও কনটেন্ট ক্রিয়েটারের তৈরি ওই চ্যানেল তার সমস্ত ফলোয়ারেরাই দেখতে পাবেন। টেক্সট, ইমেজ থেকে শুরু করে পোলস, রিয়্যাকশন সবই সাপোর্ট করবে ওই চ্যানেলে। খুব শিগগিরই সেই চ্যানেলে গেস্টদের সঙ্গে কোল্যাব করারও সুযোগ পাবেন ক্রিয়েটারেরা। জানিয়েছেন, সবার প্রথমে ইনস্টাগ্রামে আসতে চলেছে এই ফিচার। পরে একে মেসেঞ্জার ও ফেসবুকেও এসে যাবে দুর্ধর্ষ এই ফিচারটি।

meta


বিজ্ঞাপন


ইনস্টাগ্রামে চ্যানেল খুলবেন যেভাবে

এই ব্রডকাস্ট চ্যানেল তৈরি করা কিন্তু এমন কিছু আহামরি কঠিন বিষয় নয়। আসুন, দেখে নিন কী করে তৈরি করবেন ইনস্টাগ্রামের এই ব্রডকাস্ট চ্যানেল। আইফোন হোক বা অ্যানড্রয়েড, সব ফোনেই পানির মতো সহজ চ্যানেল খোলার এই প্রক্রিয়া।

মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলে তার মেসেঞ্জার অপশনে যেতে হবে প্রথমেই। ইনস্টাগ্রাম ফিডের একেবারে উপরে ডানদিকে মিলবে মেসেঞ্জার অপশনটি।

সেখানে ঢুকে ডানদিকে উপরদিকে চ্যানেল অপশনটি ক্লিক করতে হবে।
সেখান থেকে ক্রিয়েট ব্রডকাস্ট অপশন খুলে একটি নাম দিতে হবে।
এরপর ট্যাপ ব্রডকাস্ট চ্যানেলে ট্যাপ করলেই তৈরি হয়ে যাবে চ্যানেলটি।

এবার সেখান থেকে নিজেদের প্রোডাক্ট হোক বা কনটেন্ট ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে পারবেন ক্রিয়েটারেরা। এমনকী সেখানে অন্যদের ইনভাইটও করতে পারবেন তারা। 

ইনভাইট লিংক পোস্ট করা যাবে স্টোরির মাধ্যমে। অন্তত ১০ লক্ষ ফলোয়ার যোগ দদিতে পারবেন ওই ব্রডকাস্ট চ্যানেলে। তবে কোনও কনটেন্ট ক্রিয়েটারের চ্যানেলের নোটিফিকেশনের হাত থেকে ফলোয়ারদের বাঁচাতে মিউট বটনটিও রেখেছে ডেভলপাররা। সব মিলিয়ে লাইভ ব্রডকাস্ট বন্ধ হওয়ার দুঃখ ভুলিয়ে দিতে চলেছে ইনস্টাগ্রামের এই নতুন ফিচার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর