শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে কল কনফারেন্স করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে কল কনফারেন্স করার উপায়

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে জুমের মতো কল কনফারেন্স করা যায়। বহুমানুষকে একই কলে যুক্ত করে প্রয়োজনীয় মিটিং সেরে ফেলার সুযোগ রয়েছে। যদিও এই ফিচারটা অনেকেরই অজানা। 

সম্প্রতি এক আপডেটে হোয়াটসঅ্যাপ কল কনফারেন্সের সুযোগ দিচ্ছে। এই ফিচারের মাধ্যমে ভিডিও কল কনফারেন্স করা যাবে। 


বিজ্ঞাপন


হোয়াটসঅ্যাপে যেভাকে ভিডিও কনফারেন্স করবেন

যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তাদের লিংক পাঠিয়ে আমন্ত্রণ জানান। লিংকে ক্লিক করে কনফারেন্স কলে যোগ দেওয়া যাবে। 

সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের সাপোর্ট পেজে ভিডি কনফারেন্সিংয়ের পুরো পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। 

whatsapp


বিজ্ঞাপন


সেখানে জানানো হয়েছে, ভিডিও কলিংয়ের জন্য যে কল লিংকটি তৈরি হবে, সেটি ২২টি ক্যারেক্টরে তৈরি একটি ইউনিক ইউআরএল হবে। যার মাধ্যমে ভিডিও কনফারেন্স কলে যোগ দিতে পারবেন ইউজারেরা। সেই লিংকটি লং ভ্যালিডিটি সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ অনেকদিন পর্যন্ত অনেকবার ব্যবহার করা যাবে একই লিংক।

অ্যানড্রয়েড ও আইওএস- এই দুই ধরনের স্মার্টফোনেই সাপোর্ট করবে এই ফিচার। একবার ক্রিয়েট করলে ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে লিংকটির। ফলে একবার কনফারেন্স লিংকতৈরি করলে তার পরে তিনমাস পর্যন্ত ওই কলেই একাধিক বার কানেক্ট করতে পারবেন আপনি। 

মজার ব্যাপার, চাইলেই কিন্তু অন্য কোনও ইউজার ওই লিংকটিডিলিট করতে পারবেন না। সিকিওরিটির খাতিরেই এই ফিচারটি রেখেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি ভিডিও ও অডিও কলের ক্ষেত্রেও কাজ করবে এন্ড টু এন্ড এনক্রিপশন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর