শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১০:৩২ এএম

শেয়ার করুন:

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করবেন যেভাবে

কোনো কিছু বিক্রি করার জন্য এখন আর ক্রেতা খুঁজতে হয় না। যা বিক্রি করবেন তা ফেসবুক মার্কেটপ্লেসে লিস্টিং করুন। বাদবাকি কাজ ফেসবুকই করে দেবে। এমনকি পণ্য বিক্রি করার পর আপনার অভিজ্ঞতা কেমন হলো তাও জানতে চাইবে ফেসবুক।  

বছর দুয়েক আগে দ্রুত বিক্রি ও কেনার জন্য মার্কেটপ্লেস বিভাগ নিয়ে হাজির হয়েছিল ফেসবুক। অনলাইনে বাড়ির অব্যবহৃত জিনিসগুলো বিক্রির জন্য খুব কাজে লাগে ফেসবুকের এই বিভাগ। এছাড়াও স্থানীয় গ্রাহকদের পোস্ট দেখে নিয়ে নিজের প্রয়োজনের জিনিস কিনে নেওয়ারও সুযোগ পাবেন। স্মার্টফোন, মোটরসাইকেল থেকে শুরু করে ভিডিও গেমস, ফেসবুক মার্কেটপ্লেসে পেয়ে যাবেন সব ধরনের জিনিস।


বিজ্ঞাপন


জানুন ফেসবুক মার্কেটপ্লেসে কীভাবে পণ্য বিক্রি করবেন। 

ডেক্সটপ থেকে

ডেক্সটপ থেকে মার্কেটপ্লেসে বিক্রি করতে স্ক্রিনের উপরে মার্কেটপ্লেস আইকনে ক্লিক করুন। এর পরে স্ক্রিনের বাঁ দিকে ক্রিয়েট নিউ লিস্টিং অপশন বেছে নিন। এবার যে জিনিস বিক্রি করতে চান সেটা সিলেক্ট করে নিন। এখানে গাড়ি, বাড়ি, মোবাইল সহ যে কোন জিনিস বিক্রি করতে পারবেন। সঠিক বিভাগ বেছে নিন।

এরপরের পেজে যে জিনিস বিক্রি করবেন সেই জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে। পরের পেজে গ্রাহক আকৃষ্ট করার জন্য ব্যবহৃত বিশেষ উপায় সম্পর্কে জানতে পারবেন। শেষ হলে পাবলিশ করে দিন।


বিজ্ঞাপন


fb market place

মোবাইল থেকে

মোবাইল অ্যাপ থেকে মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি জন্য স্ক্রিনের উপরে মার্কেটপ্লেস আইকন সিলেক্ট করে সেল অপশন সিলেক্ট করুন।
এবার যে জিনিস বিক্রি করবেন তার জন্য সঠিক বিভাগ বেছে নিন। বিক্রি করবেন না ভাড়া দেবেন তা জানিয়ে দিন।
পরের পেজে যে জিনিস বিক্রি করবেন সেই জিনিস সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পাবলিশ অপশন বেছে নিন।

বিক্রির কৌশল

ফেসবুক মার্কেটপ্লেসে লিস্টিং হওয়া মানেই কোন জিনিস বিক্রি হয়ে যাওয়া নয়। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কয়েকটি সাধারণ উপায় ব্যবহার করতে পারেন। প্রথমেই যে জিনিস বিক্রি করবেন সেই জিনিসের একটি ঝকঝকে ছবি ব্যবহার করুন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোন ছবি লিস্টিংয়ে ব্যবহার করবেন না। নিজের ক্যামেরায় ছবি তুলে সেই ছবি আপলোড করুন। প্রোডাক্টে কোন দাগ অথবা সমস্যা থাকলে তা জানিয়ে দিন। এছাড়াও আপনি দাম কমাতে আগ্রহী কি না তা প্রথমেই জানিয়ে দিন। দাম কমাতে ইচ্ছুক হলে বেশি অফার পাওয়ার সম্ভাবনা থাকে।

একবার ক্রেতা খুঁজে পেলে দেখা করার আগে দাম নিশ্চিত করে নিন। এর পরে আপনার পছন্দের কোন জায়গায় ক্রেতার সঙ্গে দেখা করুন। এমন জায়গায় দেখা করুন যেখানে আপনার আশেপাশে লোকজন থাকবে। 
একবার জিনিস বিক্রি হয়ে গেলে ক্রেতা ও বিক্রেতার কাছে আলাদা ভাবে কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে রেটিং চাইবে ফেসবুক মার্কেটপ্লেস। এখানে ভালো রেটিং থাকলে ভবিষ্যতে অন্য জিনিস বিক্রি করতে সুবিধা হতে পারে।

ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করতে চার্জ লাগে?

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য কেনা-বেচায় কোনো খরচ দিতে হয় না ফেসবুকে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর