বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো গুগল বার্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো গুগল বার্ড

আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাট জিপিটিকে টেক্কা দিতে মাঠে নামল সার্চ ইঞ্জিন গুগল। গুগল নতুন চ্যাটবট আনার ঘোষণা দিল।  

গুগলের পেরেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের সিইও সুন্দর পিচাই সোমবার এই ঘোষণা দেন। 


বিজ্ঞাপন


ওপেন এআই-এর ডেভেলপকৃত চ্যাটজিপিটি গতবছরের নভেম্বরে চালু হয়। ইতিমধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ ছড়িয়েছে। 

প্ল্যাটফর্মটিতে বড় অংকের বিনিয়োগ করছে মাইক্রোসফট। খুব শিগগিরই তাদের সার্চ ইঞ্জিন বিংয়ের সঙ্গে জুড়ে যেতে পারে চ্যাটজিপিটি। 

chatgptগুগল প্রধান সুন্দর পিচাই চ্যাটজিপিটির মার্কেট ধরতে চান। এক ব্লগপোস্টে তিনি ঘোষণা করেন, বার্ড নামে একটি কনভারসেশনাল এআই সার্ভিস আনতে চলেছে গুগল। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষায় সফল হলে আগামী কয়েক সপ্তাহের মাথায় আনুষ্ঠানিকভাবে চালু হবে গুগলের এই সার্ভিস। 

এর আগে সুন্দর পিচাই জানিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামে নিজস্ব একটি ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে গুগল। বছর ওই ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করেই কাজ করবে বার্ড নামর নতুন ওই চ্যাটবট সার্ভিসটি। 


বিজ্ঞাপন


পিচাই আরও জানান, শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার একটি মিশেল হয়ে উঠতে চলেছে বার্ড।

ব্যবহারকারীদের দেওয়া উত্তরের ভিত্তিতে একটি নলেজ বেস তৈরি করবে বার্ড। তার সঙ্গে সঙ্গেই ওয়েবে যেসব তথ্য় পাওয়া যায়, সেসব কিছুকে একত্রিত করে ইউজারকে একটি ইউনিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবে এই চ্যাটবট সার্ভিসটি। আপাতত টেস্টারদের জন্য এলএএমডিএ-এর একটি লাইটওয়েট মডেল বের করেছে গুগল। সেখান থেকে ফিডব্যাক সংগ্রহ করেই ভবিষ্যতে অ্যাপ্লিকেশন বানানোর দিকে মন দেবে তারা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর