শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাপু আনল মেকানিক্যাল সুইচের তারবিহীন কিবোর্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

রাপু আনল মেকানিক্যাল সুইচের তারবিহীন কিবোর্ড

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রাপু বাংলাদেশের বাজারে ছোট আকারের কিবোর্ড এনেছে। মডেল রাপু ভি৭০০ ৮এ। এটি একটি মেকিনিক্যাল কিবোর্ড। এতে ব্লু সুইচ পাবেন ক্রেতারা।

এই কিবোর্ডটি মূলত একটি টেন কি লেস (টিকেএল) তারবিহীন। টিকেএল বলতে বোঝায় বিবোর্ডটিতে নামপ্যাড রাখা হয়নি। ফলে কিবোর্ডটি সাইজে ছোট এবং সহজেই বহনযোগ্য। 


বিজ্ঞাপন


কিবোর্ডটি একাধিকভাবে সংযোগ করা যায় বিভিন্ন ডিভাইসের সঙ্গে। এটি ব্লুটুথ ৩.০, ব্লুটুথ ৫.০ এবং ওয়্যারলেস ২.৪ গিগাহার্জ সংযোগ প্রদানে সক্ষম। এছাড়াও ইউএসবি ক্যাবল কানেক্ট করেও কিবোর্ডটি ব্যবহার করা যাবে। 

মেটাল অ্যালোয় বিল্ডের কীবোর্ডটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা ব্যবহারকারীকে ২৫ থেকে ২২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। 

rapoo
কিবোর্ডটির ব্যাকলিট সাদা। এটি আবার ৭টি স্টাইলে পাল্টানো যায়। যা কীবোর্ডটিকে করেছে আরও আকর্ষণীয়।       

এই কিবোর্ডটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্মার্ট সুইচিং মোড। যা মাল্টিমোড নামেও পরিচিত। মাত্র একটি বাটন প্রেসের মাধ্যমেই আপনি আপনার নোটবুক, কম্পিউটার, মোবাইল ফোন এবং ট্যাবলেটের মধ্যে কিবোর্ড ইনপুট সুইচ করতে পারবেন যেকোন মুহূর্তেই। 


বিজ্ঞাপন


২৪ মাসের ওয়ারেন্টি সহ কিবোর্ডটির দাম ৬৫০০ টাকা। এটি কিনলে সঙ্গে ফ্রিতে মিলবে রাপুর মাউস প্যাড। 

দেশে রাপুর অফিসিয়াল পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর