শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

টফিতে দেখা যাবে স্টার চ্যানেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

টফিতে দেখা যাবে স্টার চ্যানেল

দেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে স্টার চ্যানেল নিয়ে এসেছে টফি। এখন টফির দর্শকরা যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকে স্টার প্লাস, স্টার গোল্ড, স্টার ভারত, স্টার জলসা, জলসা মুভিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, ফক্স লাইফ এবং ন্যাট জিও ওয়াইল্ড দেখতে পারবেন।

গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে। স্টার চ্যানেলগুলো টফির ওয়েবসাইট https://toffeelive.com/ এবং স্মার্ট অ্যানড্রয়েড টিভি অ্যাপেও দেখা যাবে।  


বিজ্ঞাপন


toffeeটফির ডিজিটাল সার্ভিস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, টফিতে বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট নিয়ে আসার লক্ষ্য পূরণে এবার আমরা স্টার-এর চ্যানেল যোগ করেছি। চ্যানেলগুলোর নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বিভিন্ন বয়সের দর্শকদের চাহিদা পূরণ করবে। দর্শকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের যে অগ্রগামী ভূমিকা, তা এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রতিফলিত হয়।

টফি দর্শকদের জন্য মানসম্পন্ন বিনোদনের কনটেন্ট উপহার দিয়ে যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর