শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফিলিপ্স ৬ হাজার কর্মী ছাঁটাই করবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

ফিলিপ্স ৬ হাজার কর্মী ছাঁটাই করবে

জনপ্রিয় ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপ্স প্রতিষ্ঠানটি থেকে অন্তত ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ায় নেদারল্যান্ডের প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

ফিলিপ্সে এখন মোট যতজন কর্মী রয়েছেন, তার ৫ শতাংশের উপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে।


বিজ্ঞাপন


ফিলিপ্স চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার পক্ষে এক বিবৃতিকে জানানো হয়েছে, তাদের তৈরি স্লিপ অ্যাপনিয়ার ভেন্টিলেটর ব্য়বহার করলে রোগীদের ক্ষতি হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর যেমন ভেন্টিলেটরের বিক্রি কমেছে, তেমনি নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির বাজারমূল্যেও। এমন কি, নয়া ভেন্টিলেটর বাজারে এনে লাভ হয়নি।

philipsএর আগে, গত বছরের অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের করেছিল ফিলিপ্স।  তখন একধাক্কায় ছাঁটাই করে দেওয়া হয়েছিল চার হাজার কর্মী। বস্তুত, সেসয়মই আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত মিলেছিল। চলতি মাসে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে মাইক্রোসফটও্

গতবছর ছিল তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি হারানোর বছর। গত বছর ফেসবুক, মেটা, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর