শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপ ৩৬ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ ৩৬ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল

হোয়াটসঅ্যাপ ভারতে ৩৬.৭৭ লাখ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। বিপুল সংখ্যক এই ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। গত বছরের ডিসেম্বর মাসে এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। 
নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা।

যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গতবছরের ডিসেম্বরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লাখ অ্যাকাউন্টের ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল। 


বিজ্ঞাপন


নভেম্বর মাসে ৩৭.১৬ লাখ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।

banedহোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছিল, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। 

ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর