শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেটফ্লিক্সে মার্চ থেকে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

নেটফ্লিক্সে মার্চ থেকে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না

চলতি বছরের মার্চ থেকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই ফিচার পরীক্ষামূলকভাবে শুরু করেছে নেটফ্লিক্স।

গত বছর থেকেই পাসওয়ার্ড শেয়ারিংয়ে লাগাম টানতে নানা চেষ্টা চালাচ্ছিল মার্কিন স্ট্রিমিং সংস্থাটি। এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের উপায় প্রকাশ করল নেটফ্লিক্স।


বিজ্ঞাপন


সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে এবার থেকে নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহারের জন্য একই বাড়িতে থাকতে হবে। অন্য ঠিকানায় থাকলে এবার থেকে নিজের আলাদা নেটফ্লিক্স অ্যাকাউন্ট লগ ইন করতে হবে।

একই ঠিকানার বাইরে থেকে নেটফ্লিক্সের পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে চাইলে অতিরিক্ত খরচ করতে ব্যবহার গ্রাহকদের।

netflix

এছাড়াও নিজের বাড়ির বাইরে থেকে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট লগ ইন করতে চাইলে প্রাইমারি ফোন নম্বরে একটি ওটিপি আসবে। যা ১৫ মিনিট বৈধ থাকবে। অন্য ঠিকানায় কোনও ডিভাইস থেকে লগ ইন করলে তা ৭ দিন পরে নিজে থেকেই লগ আউট হয়ে যাবে।


বিজ্ঞাপন


নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব গ্রাহক নিজের প্রাইমারি ডিভাইস নিয়ে ভ্রমণ করেন তাদের বাড়ির বাইরে থেকে নেটফ্লিক্স ব্যবহার করতে কোনও সমস্যা হবে না।

প্রাইমারি লোকেশনে কানেকশন নিরবচ্ছিন্ন রাখতে প্রত্যেক ৩১ দিনে অন্তত একবার প্রাইমারি ডিভাইস কানেক্ট করতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর