শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইনফিনিক্স জিরো বুক: সাশ্রয়ী দামের ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

ইনফিনিক্স জিরো বুক: সাশ্রয়ী দামের ল্যাপটপ

যারা সাশ্রয়ী দামে ভালো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য সুখবর! স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স নতুন ল্যাপটপ এনেছে। মডেল ইনফিনিক্স জিরো বুক।

ইনফিনিক্সের এই ল্যাপটপে ১২ প্রজন্মের ইনটেল কোর আই৯ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে ৩২ জিবি পর্যন্ত র‌্যাম।


বিজ্ঞাপন


বিশেষ ফিচার হিসেবে থাকছে দুর্দান্ত ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ডসহ একাধিক প্রিমিয়াম ফিচার।

হালকা-পাতলা এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির এলইডি ব্যাকলিট আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফুলএইচডি রেজুলেশন মিলবে। যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯।

ইনফিনিক্স দাবি করছে এই ডিসপ্লেতে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়েবক্যাম। সেখানে ফেস ট্র্যাকিংয়ের সঙ্গেই পাবেন এআই বিউটিক্যাম ও ব্যাকগ্রাউন্ড ব্লার সাপোর্ট।

infinix laptopএই ল্যাপটপে শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। তিনটি পৃথক প্রসেসরে এই ল্যাপটপ বিক্রি হবে। 


বিজ্ঞাপন


ইনফিনিক্সের নতুন ল্যাপটপে সিরিজের ল্যাপটপ চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। এই ল্যাপটপে ৭০ ওয়াট আওয়ারের ব্যাটারির সঙ্গেই থাকছে ৯৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

কানেক্টিভিটির জন্য রয়েছে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট। এর মধ্যে একটি পোর্টে ডেটা ও চার্জিংয়ের সঙ্গেই রয়েছে ডিসপ্লে পোর্ট সাপোর্ট। অন্য ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে শুধুমাত্র ডেটা ট্রান্সফার করা যাবে। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে ইনফিনিক্স।

ভারতে ল্যাপটপটির দাম শুরু ৫০ হাজার রুপি থেকে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর