শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

শাওমির সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানলেন মনু কুমার জৈন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

শাওমির সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানলেন মনু কুমার জৈন

শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন শাওমি গ্রুপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারে নিজের একটি চিঠি পোস্ট করে তিনি একথা ঘোষণা করেছেন। 

ভারতে ২০১৪ সালে অফিস খুলেছিল শাওমি।সে সময় থেকেই এই প্রতিষ্ঠানের একজন উল্লেখযোগ্য স্তম্ভ ছিলেন তিনি। ভারতে শাওমির প্রোডাক্টের ব্যবসায়িক সাফল্যের পিছনেও তার অবদান রয়েছে।


বিজ্ঞাপন


xiaomiদীর্ঘ সময় ধরে ভারতের বাজারে ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের স্থান অধিকার করে রয়েছে শাওমি সংস্থা। এর পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মনু কুমার জৈনের। তবে এবার শাওমির সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানলেন সংস্থার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট। 

দীর্ঘ সাড়ে সাত বছর মনু কুমার জৈন শাওমি ভারতের প্রধান ছিলেন। আর গত দেড় বছর ধরে সামলাচ্ছিলেন গ্লোবাল স্তরের দায়-দায়িত্ব। 

তথ্যসূত্র: এবিপি

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর