শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

উইন্ডোজ ১০ সাপোর্ট বন্ধ হচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

উইন্ডোজ ১০ সাপোর্ট বন্ধ হচ্ছে

কম্পিউটারের জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সাপোর্ট বন্ধ হচ্ছে। ৩১ জানুয়ারির পর উইন্ডোজ ১০ এর কোনো সাপোর্টই পাওয়া যাবে না। ১ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজের ওয়েবসাইট থেকে ১০-এর লাইসেন্স ডাউনলোড করা যাবে না। যেকোনও কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ অ্যাকটিভেট করাতে এই লাইসেন্স কে প্রয়োজন হয়।

তবে যে সব কম্পিউটার অথবা ল্যাপটপে এখনও উইন্ডোজ ১০ ইনস্টল রয়েছে সেই সব ডিভাইসে সাপোর্ট পাঠাবে মার্কিন প্রতিষ্ঠানটি।  


বিজ্ঞাপন


মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ‍উইন্ডোজ ১০ সাপোর্ট পাবেন গ্রাহকরা।

৩১ জানুয়ারি শেষ কোম্পানির ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ লাইসেন্স কি ডাউনলোড করা যাবে। 

windowsকোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র মাইক্রোসফট অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি বিক্রি বন্ধ হচ্ছে।

উইন্ডোজ ১০ এর মার্কেটিং ডিরেক্টর এমি বার্টল জানিয়েছেন, উইন্ডোজ ১০ কেনার বিষয়ে সঠিক তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে কোম্পানির অফিশিয়াল প্রোডাক্ট পেজে আপডেট করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ হোম ও উইন্ডোজ ১০ প্রো লাইসেন্স কি কেনা যাবে।


বিজ্ঞাপন


মাইক্রোসফট গ্রাহকদের উইন্ডোজ ১১ কেনার পরামর্শ দিচ্ছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর