শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্মার্টফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

স্মার্টফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার কৌশল

ভালো ছবির তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা ব্যবহার হয়। বিশেষ করে পেশাদারী ছবি তুলতে এই ক্যামেরার জুড়ি নেই! তারপরও তুমুল জনপ্রিয় ডিএসএলআর ক্যামেরার প্রচলন শেষ হতে চলল বুঝি। কেননা, এখনকার ফোনে মেলে অধিক মেগাপিক্সেল। যা ডিএসএলআর ক্যামেরাকেও হার মানায়। তাই ফোন দিয়ে ডিসএসএলআর ক্যামেরা মতো ছবি তোলা সম্ভব। যদি জানা থাকে কৌশল। জানুন স্মার্টফোন দিয়েই কীভাবে ভালো ছবি তুলবেন। 

অটো মোড


বিজ্ঞাপন


প্রায় সব স্মার্টফোন ক্যামেরাতেই একাধিক শুটিং মোড থাকে। উৎসবের ছবি তোলার জন্য অটো মোড অথবা ফটো মোড ব্যবহার করুন। এই মোড নিজে থেকেই আপনার পারিপার্শ্বিক অবস্থা বেছে নিয়ে সঠিক ছবি তুলতে সাহায্য করবে।

phone photoপোট্রেট মোড

প্রিয়জনের পোট্রেট তোলার সময় মোবাইলের পোট্রেট মোড ব্যবহার করুন। এই মোডে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। যা ছবিকে দুর্দান্ত লুক দেবে।

বার্স্ট মোড


বিজ্ঞাপন


বার্স্ট মোড এনেবল করলে পরপর অনেক ছবি উঠতে থাকবে। সেখান থেকে পরে নিজের পছন্দের মুহূর্ত বেছে নিতে পারবেন।

স্লো মোশন ভিডিও

সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য উৎসবের স্লো মোশন ভিডিও তুলতে পারেন। যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের স্লো মোশন ভিডিও রেকর্ড করুন।

phone photo

টাইমার

টাইমার ব্যবহার করে দূরে কোথাও ফোন রেখে নিজের ছবি নিজেই তুলতে পারবেন। তবে ক্যামেরা সেট করার আগে ফ্রেম দেখে নিন।

আবেগে নজর দিন

ছবি তোলার সময় মুখের দিকে নজর না দিয়ে আশেপাশের মানুষগুলোর আবেগে বিশেষ নজর দিন।

ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা

আজকাল অনেক ফোনে ক্যামেরার সঙ্গে থাকে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে নতুন ভাবে একই ফ্রেম ধরতে পারবেন। তাই এই ক্যামেরার ব্যবহারের চেষ্টা করুন।

phone photoগ্রুপ ছবি

গ্রুপ ছবি তোলার সময় সকলে ক্যামেরা দিকে তাকিয়ে পোজ না দিয়ে উৎসবের আনন্দকে তুলে ধরার চেষ্টা করুন। একের অপরকে রাঙিয়ে তোলার মুহূর্তে গ্রুপ ছবি তোলার চেষ্টা করুন।

এডিট

যেকোন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে তা ভালো করে এডিট করে নিন। ফোনের ডিফল্ট এডিটর ছাড়াও এই কাজে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। ছবি এডিটের সব কালার ছাড়াও ব্রাইটনেস-কনট্রাস্টে বিশেষ নজর দিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর