শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইনফিনিক্স নোট ১২আই: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন  

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

ইনফিনিক্স নোট ১২আই: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন  

হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স নোট ১২আই মডেলের ফোন বাজারে এনেছে। এই ফোনটিতে সুপারফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। ৪ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। 


বিজ্ঞাপন


৫০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও এতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ব্যাকআপের ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের সুপারফাস্ট চার্জার রয়েছে। ইউএসবি টাইপ সি পোর্ট এই ফোন চার্জ হবে। 

infinixইনফিনিক্স নোট ১২আই ডিভাইস চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে কোম্পানির এক্সওএস ১২.১ স্ক্রিন। 

এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স। ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেটের এই ডিসপ্লেতে পাবেন ১০০০ নিটস ব্রাইটনেস। ডিসপ্লের উপরে থাকবে গরিলা গ্লাস ৩ প্রটেকশন।

ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ইনফিনি নোট ১২ আই মডেলের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় পাবেন ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর ও একটি কিউভিজিএ সেন্সর থাকছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ও ভিডিও কলে এই ক্যামেরা কাজে লাগবে।


বিজ্ঞাপন


কানেক্টিভিটির জন্য রয়েছে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং টাইপ সি পোর্ট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর