বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোবাইল ইন্টারনেটের ডাটা বাঁচানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:১১ এএম

শেয়ার করুন:

মোবাইল ইন্টারনেটের ডাটা বাঁচানোর উপায়

ইন্টারনেট ছাড়া স্মার্টফোন যেনো বোকা বাক্স। এদিকে বেড়েছে ডাটার খরচ। তাই ডাটা সাশ্রয় করা জরুরি। জানুন কীভাবে মোবাইল ইন্টারনেটের ডাটা সাশ্রয় করবেন। 

ফোনে ডাটা সাশ্রয় করার উপায় 


বিজ্ঞাপন


অ্যানড্রয়েড ফোনে ডেটা খরচ নিয়ন্ত্রণ করতে পারেন সহজেই।

প্রথমেই চলে যান Settings-এ। সেখানে গিয়ে Network/ SIM/ Internet অপশনে গিয়ে বেছে নিন Data or Data Saver অপশন। সার্চ বারে সার্চও করচে পারেন এই নামে।

এবার Internet অপশনের মধ্যেই পাবেন Data warning & limit

সেখানে গিয়ে Mobile data usage cycle-এ গেলেই আপনি ডেটা সাইকেলের ডিউরেশন সেট করতে পারবেন


বিজ্ঞাপন


এবার Set data limit-এ গিয়ে পছন্দসই ডেটা লিমিট লিখে দিন।

সেই লিমিটের বাইরে ডেটা খরচ করতে গেলেই মোবাইলের তরফে সতর্কবার্তা পাবেন আপনি।

ডেটা সেভার মোড ব্যবহার করেও সহজেই ডেটা খরচ কমাতে পারেন আপনি। আসলে মোবাইল বিভিন্ন তথ্য ও ডেটা সিঙ্কের জন্য সবসময় ডেটা খরচ করতে থাকে। সেই সিঙ্ক বন্ধ করে দেওয়া যায় ডেটা সেভার মোড অপশনে গিয়ে।

Settings-এ যান।
Network/ SIM/ Internet অপশনটি সিলেক্ট করুন।
সেখান থেকে Data Saver অপশনে গিয়ে সেটি অন করে দিন।

mobile dataবহু ক্ষেত্রেই অ্যাপ অটো আপডেট হতে থাকে। সেক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করে আপডেটের বিষয়টি বন্ধ করে দিতে পারেন সহজেই। বদলে ব্যবহার করুন Wi-Fi নেটওয়ার্ক।

Settings-এ গিয়ে Network preferences সিলেক্ট করুন।

সেখানে গিয়ে App download preference, Auto-update apps, এবং Auto-play videos- এই তিনটি অপশনের জন্যই Wi-Fi সিলেক্ট করে রাখুন।

এছাড়া প্রচুর অ্যাপই অনেক বেশি পরিমাণ ডেটা খরচ করতে থাকে ব্যাকগ্রাউন্ডে। সেই অ্যাপসগুলোকে শনাক্ত করে আনইনস্টল করে দিতে পারলেই কেল্লাফতে। আপনার ডেটাও বাঁচবে, তার পাশাপাশি বাঁচবে মোবাইলের চার্জও।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর